অসত্য বিব্রতকর তথ্য প্রচার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা

S M Ashraful Azom
0
অসত্য বিব্রতকর তথ্য প্রচার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের  তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দাবি করেছেন, সংবাদ প্রচার বা প্রকাশে কোথাও বাধা দেয়া হচ্ছে না। তিনি বলেন, ‘ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সব ক্ষেত্রেই সর্বক্ষণ নজরদারি ও তদারকি করছি।

কোথাও বিভ্রান্তকর বিব্রতকর অসত্য বা মিথ্যা তথ্য প্রচার করলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি।

বিভ্রান্তিকর সংবাদটি প্রচার বা প্রকাশ হওয়ামাত্র আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও করব।’ জাতীয় সংসদে রোববার আবু জাহিরের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ৫৭ ধারা প্রবর্তিত হয়েছে। অন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা, যেসব ক্ষেত্রে বিব্রতকর অসত্য ভুল তথ্য পরিবেশ করা হয়, সে ক্ষেত্রে প্রচলতি আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

সংবাদ প্রচারে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘যে ৫৭ ধারার কথা বলা হয়েছে, আসলে এর মধ্য দিয়ে তথ্য প্রকাশ-প্রচারের ক্ষেত্রে বিশেষ বাধা আছে বলে মনে করি না।’

পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে মুরাদ হাসান বলেন, ‘সরকার সাংবাদিকদের কল্যাণে অত্যন্ত তৎপর ও আন্তরিক। এরই মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।’

জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে সংবাদপত্র প্রকাশের সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জয়েন স্টক কোম্পানির পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় পত্রিকা বা সংবাদপত্র প্রকাশের কোনো সিদ্ধান্ত এই মুহূর্ত পর্যন্ত গ্রহণ করা হয়নি। কোনো প্রস্তাব করলে প্রয়োজনীয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।’

৯ম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা অচিরেই : শেখ এ্যানী রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৯ম সংবাদপত্র ?মজুরি বোর্ড এরই মধ্যে রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে কমিটি সব অংশীজনকে নিয়ে সভা করেছে। অচিরেই ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণমাধ্যম বান্ধব সরকার ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে- যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়েছে। এরই মধ্যে ১৬৭টি পত্রিকায় ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে।

এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে সব সংবাদপত্রের গণমাধ্যম কর্মীদের ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি বেতারের সংখ্যা ১৪টি।

বেসরকারি ২৮টি এফএম বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। তারমধ্যে ২৩টি এফএম বেতার কেন্দ্রের সম্প্রচার চলমান রয়েছে। এছাড়া ৩২টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হয়েছে। তার মধ্যে ১৭টি কমিউনিটি রেডিওর সম্প্রচার চলমান রয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে একটি কমিউনিটি রেডিওর লাইসেন্স বাতিল করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকাসহ সারা দেশে নিবন্ধনকৃত পত্রিকা রয়েছে তিন হাজার ১২৮টি। এর মধ্যে যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করছে না, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) তাদের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করতে পারে।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top