অবশেষে পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত!

S M Ashraful Azom
0
অবশেষে পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত!
সেবা ডেস্ক: রাজনৈতিক সমস্যার কারণে ভারত-পাকিস্তান বৈরিতা লক্ষণীয়। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। এমনকি দু’দেশের সমর্থকদের মধ্যেও প্রতিদ্বন্দ্বীতা দেখা যায়। তবে এবার দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ভারত। তবে ক্রিকেট খেলতে নয়। ডেভিস কাপ টাই খেলতে আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে যাবে ভারতীয় টেনিস দল।

শনিবার অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন জানায়, পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানে ভারত-পাক টাইয়ের কথা। এআইটিএ সচিব হিরণময় চট্টোপাধ্যায় জানান,‘ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব। এটা দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ। সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না।’

ভারতীয় টেনিস দলের এই পাকিস্তান সফর দুই দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কারণ ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ হিসেবে এই ডেভিস কাপ টাই-কে প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি নরেন্দ্র মোদির সরকার। তবে গত মাসে ভারত সরকারের তরফে জানানো হয় পাকিস্তানি অ্যাথলিটদের ভারতে কোনো ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেয়া হবে না।

ডেভিস কাপের অনুমিত মিললেও অদূর ভবিষ্যতে কী বাইশ গজে ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ দেখা যাবে? এই প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায়। গত ১২ বছরে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। শেষবার ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলেছে ২০০৭ সালে।

পাকিস্তানের মাটিতে ভারতীয় ডেভিস কাপে দল খেলার আগে ভেন্যু ও সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। পিটিএফের তরফে আমন্ত্রণ পত্র আসার পরই খেলোয়াড়দের ভিসার জন্য আবেদন করবে এআইটিএ। ভিসা সংক্রান্ত বিষয়টি মিটতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ।

পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত। ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ হারায় ভারত। ডেভিস কাপ টাই-এ এখনো পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত। ছ’বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছেন ভারত টেনিস দল।

এবারও দেশের তিন সেরা খেলোয়াড়কে দলে রাখতে চলেছে ভারত। ডেভিস কাপ ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কোচ জিশান আলি সম্ভবত প্রজনেস গুনেশ্বরণ (ব়্যাংকিং ৮৮), রামকুমার রামানাথন (ব়্যাংকিং ১৮৫) এবং সুমিত নাঘাল (২০৭)। আর ডাবলসে খেলতে পারে দেশের সেরা ডাবলস জুটি রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top