
সেবা ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেধরা গুজব ছড়ানোয় কুষ্টিয়ার মিরপুরে সোমবার দুপুরে একজনকে আটক করেছে র্যাব।
আটক মো. রজব আলী ওই উপজেলার ছাতিয়ান দক্ষিণ পাড়ার আবদুল খালেক মণ্ডলের ছেলে।
গণমাধ্যমে পাঠানো র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি পোস্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে মিরপুরের পোড়াদহ নতুন বাজারের একটি দোকান থেকে রজব আলীকে আটক করা হয়েছে।
এ সময় একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়। রজব আলীর বিরুদ্ধে মিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।