
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় একজন শিক্ষক ও আওয়ামী লীগ নেতা জান্নাতুন নবী রিপন কে নিয়ে চক্রকারে চক্রান্ত অব্যহত ভাবে চলছে। পাশাপাশি শিক্ষক সমাজ ও আওয়ামীলীগের গায়ে কলংঙ্ক লেপনে ব্যস্ত সময় পার করছে সুবিধাবাদি ও হঠাৎ আওয়ামী গোষ্ঠী। আজ দলের সম্মান তাদের নিকট কোন বিষয়ই নয়। তিল হচ্ছে তাল পড়েছে মহাকাল।
অভিযোগকারি পিজা বেগম বিগত ৩ বছর ধরে প্রেম এর রচনার কথা বলেছেন । অতঃপর বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রেমিকার সাথে প্রেমিক স্কুল শিক্ষক রিপনের শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ।
দিনের পর দিন প্রেমিক রিপন মাস্টার জনৈক প্রেমিকা ওই নারীর সাথে অবৈধ শারীরিক মেলামেশা করে অবশেষে কেটে পড়ার ফন্দিফিকির করছেন বলে ওই নারীর অভিযোগ। এ অভিযোগে পরিস্কার হলো এটি পরকিয়া প্রেমলিলা ছিলো। তবে কেন দলীয় ব্যানার ও কর্মের ব্যানার সামনে রেখে এতো ফন্দি ফিকির। এঘটনার সাথে উভয়ে সমান ভাগে অপরাধী। এঘটনায় শুধু মাত্র একজন অপরাধি হতে পারে না। নারী অধিকার বেশী তবে এই নয় কোন নারীর অন্যায় আবদার মেনে নেবে জাতি বা রাষ্ট্র। আজ পিজা বেগম ও রিপন মাষ্টার জেলা জুড়ে টক অব দ্যা ডিস্টিকে পরিণত। তিল কে তাল বানিয়ে শিক্ষক সমাজ ও দলের ভাবম‚র্তি ক্ষুন করতে যারা উঠে পরে লেগেছে তাদেরসহ এঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে তদন্ত প‚র্বক ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন দলীয় নেতাকর্মীরাসহ সচেতন মানুষ। পিজা বেগম বিগত সময়ে অন্যদলের রাজনীতিতে ছিলেন বটে বর্তমান সময়ে যুব মহিলালীগ নামে সংগঠনের সাথে জড়িত।
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, স্বীয় লালসা চরিতার্থ করে প্রেমিক স্কুল শিক্ষক জিন্নাতুন্নবী রিপন খন্দকার ওরফে রিপন মাস্টার(৪৫)। গত কয়েকদিন ধরে অন্যত্র গা-ঢাকা দেয়ায়ননানা সংশয়ের আবর্তে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ওই নারী। প্রেম প্রতারণার শিকার ভ‚ক্তভোগি প্রেমিকা ওই নারীএ ব্যাপারে গাইবান্ধা পুলিশ সুপারের যথাযথ মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিকদের নিকটরঅশ্রুসিক্ত নয়নে ওই নারী সোমবার রাতে পলাশবাড়ী সদরে এসে কান্না বিজড়িত কন্ঠে রিপন মাস্টারকে একজন ভন্ড প্রেমিক-একজন লম্পট শিক্ষক উলেখ করে পুলিশ সুপারের নিকট এহেন অনৈতিক কর্মকা- ন্ডের সুষ্ঠু বিচার দাবী করেন। আর নিজের ক্ষতি কথা বলেছেন। তবে নিজ স্বার্থে আজ তিনি দলের ভাবম‚র্তি ক্ষুণ করতে উঠে পড়ে লেগেছেন।
পলাশবাড়ী উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকঃ শাখার সহকারি শিক্ষক,মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য জান্নাতু- ন্নবী রিপন মাস্টার ওই নারীকে ধর্ষন করেছেন বলে এমন অভিযোগ এনে দলীয়ভাবে সুষ্ঠু বিচার প্রার্থনা করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সহ-সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুত,পিয়ারী বালিকা বিদ্যালয় সভাপতি ও উপজেলা আ'লীগ সহ-সভাপতি এনামুল হক মকবুল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ পেয়ে সভাপতিসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের তাৎক্ষণিক পৃথক প্রতিক্রিয়ায় তদন্ত সাপেক্ষ রিপন মাস্টার দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় শাস্তিম‚লক ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনাটি নিয়ে ভিশন ষরযন্ত্রে মত্ত একটি বিশেষ মহল প্রকৃত ঘটনা আড়াল করে চাপিয়ে দেওয়া অপরাধে অপরাধি হচ্ছে শিক্ষক জান্নাতুন নবী রিপন।
এদিকে পিয়ারী বিদ্যালয় স‚ত্রে জানা যায়, সহ: শিক্ষক রিপন মাষ্টার গত সপ্তাহ খানেক ধরে বিদ্যালয়ে আসছেন না।ফলে শিক্ষক হাজিরা খাতায় তিনি অনুপস্থিত রয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের সচেতন জনমনে নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যেমন তেমনি রং ঢং না মাখিয়ে প্রকৃক ঘটনা তুলে ধরার জন্য বলেছেন। মুলত এ ঘটনাটি পরকিয়া প্রেম। উভয়ে মাঝে ভালো সম্পর্কের মাঝখানে স্বার্থ দেখা দেয় আর নিজ স্বার্থ হাসিলে একটি চক্রের পরামর্শে তাল কে তিল বানিয়ে পরিস্কার পানিকে ঘোলা করে নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত নারী। মনোভাব তার আমার বিচার করবে কে এমন বিচারক কি আছে দেশে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।