
সেবা ডেস্ক: আবারও বিশ্বজুড়ে ডাউন হয়ে গেল জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ কারণে গ্রাহকরা ঠিকমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারছেন না। লগইন সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে অনেক গ্রাহক অভিযোগ করেছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের পাশাপাশি ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে। এমনকি বাংলাদেশেও অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। আর ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন ফেসবুকের অনেক ব্যবহারকারী।
অবশ্য এই পরিস্থিতির কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকনিক্যাল কোনও কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দি সান জানায়, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ১০ হাজারের বেশি ব্যবহারকারী তাদের কাছে অভিযোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে (ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম) তারা পেইজ ডাউনলোড করতে পারছেন না। সেই সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতে পারছেন না। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।