
সেবা ডেস্ক: শুটিং করতে গিয়ে ক্রেনের তারে আটকে মারাত্মক আহত হয়েছেন জনপ্রিয় নায়ক বাপ্পি। ক্রেনে ঝোলা অবস্থায় মারাত্মক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন।
গাজীপুরের ন্যাশনাল পার্কে গহীন অরণ্যে শুটিংয়ে ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে বুধবার (২৪ জুলাই) এ পরিস্থিতির শিকার হয়েছেন বাপ্পি। তাকে জরুরি চিকিৎসা দিয়ে ঢাকায় আনা হয়েছে।
ছবির পরিচালক বেলাল সানি বাপ্পির আহত হওয়ার বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বেলাল সানি বলেন, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়েছে বাপ্পি।
তিনি জানান, বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। এমন সময় জাদুর বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুল ক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায় বাপ্পির। এ সময় জ্ঞানও হারায় বাপ্পি।
প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বাপ্পি। ঢাকায় ফিরেই উন্নত চিকিৎসা নিতে হবে এ নায়কের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।