জমে উঠেছে সিয়াম ও পরীমনির রসায়ন

S M Ashraful Azom
0
জমে উঠেছে সিয়াম ও পরীমনির রসায়ন
সেবা ডেস্ক: গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত নরসিংদীর বিভিন্ন মনোরম লোকেশনে চলেছে ‘বিশ্ব সুন্দরী’ ছবির শুটিং। রুম্মান রশীদ খানের লেখা কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন নাট্যকার চয়নিকা চৌধুরী। ইেট তার প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নরসিংদীর শিবপুরে শুটিং সেরে এখন ঢাকায় ছবির শুটিং টিম। বর্তমানে শুটিং চলছে উত্তরার দিয়াবাড়িতে। এখানে শুটি চলবে সাত থেকে আটদিন।

‘বিশ্ব সুন্দরী’-তে নায়কের ভূমিকায় রয়েছেন হালের অন্যতম সেনসেশন সিয়াম আহমেদ। ছবিতে তার চরিত্রটির নাম স্বাধীন। এ যুগের সহজ সরল শিক্ষিত একটি ছেলে সে। স্বভাবে ভদ্র ও নরম প্রকৃতির। এর বেশি কিছু জানাতে চাননি নায়ক। সিয়ামের দাবি, ‘স্বাধীন চরিত্রটি এই সময়কে উপস্থাপন করে। তার জীবনের একটি গল্প আছে। প্রেক্ষাগৃহে যেসব যুবকরা ছবিটি দেখতে আসবেন, স্বাধীনের সঙ্গে সেসব যুবকদের জীবনের গল্প মিলে যাবে।’

ছবিতে সিয়ামের নায়িকা পরীমনি। এই প্রথম চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এই দুই তারকা। এ সম্পর্কে সিয়াম বলেন,  ‘বেশ ভালো লাগছে। এ জন্য কাজও ভালো হচ্ছে। পরীমনির সঙ্গে প্রথম কাজ। কিন্তু কাজ করতে গিয়ে তা মনে হচ্ছে না। পরীমনির কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তার সঙ্গে চমৎকার রসায়ন তৈরি হয়েছে। প্রতিদিনই আমাদের সম্পর্কের উন্নতি হচ্ছে। আমাদের কাজ দেখে চয়নিকা আপাও বেশ খুশি।’

সিয়ামের সঙ্গে গলা মেলালেন পরীমনিও। তিনি বলেন, ‘নতুনদের মধ্যে সিয়াম খুব তাড়াতাড়ি বেশ উন্নতি করেছে। ওর সঙ্গে কাজ করে ভালো লাগছে। আমাদের প্রথম কাজ হলেও বন্ধুর মতো মিশছি আমরা। এর ফলে কাজ করতে বেশ সুবিধা হচ্ছে। তাছাড়া ছবিতে আমার চরিত্রটা তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। তাই উৎসাহের সঙ্গেই কাজ করছি। এছাড়া প্রথমবার চয়নিকা আপুর সঙ্গে কাজ করেও ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হচ্ছে।’

নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে ‘বিশ্ব সুন্দরী’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দেন। সেই মতো শুরু হয় অভিনেতা-অভিনেত্রী নির্বাচন। এরপর গত ১৮ আগস্ট ফরিদপুর থেকে শুরু হয় ছবির শুটিং। এখানে সিয়াম এবং পরীমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, চিত্রনায়িকা চম্পা, মুনিরা মিঠু ও আনন্দ খালেদসহ অনেকে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top