ঠাকুরগাঁওয়ে সাংবাদিক মুক্তিযোদ্ধা এনামুল হকের ইন্তেকাল

S M Ashraful Azom
0
The death of Thakurgaon's veteran freedom fighter Enamul Haque
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের প্রবীন সাংবাদিক ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এনামুল হক ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি...রাজিউন।

সোমবার দিবাগত রাতে তিনি অসুস্থ্যতাজনিত কারনে নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও রোড কলেজ মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার নামাজে যানাযা অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুম এনামুল হক ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা।

তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, সহকারী কমান্ডার আব্দুল মান্নান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top