
সেবা ডেস্ক: গত রোববার ছেলে ধরা সন্দেহ করে গণপিটুনিতে নিহত টাঙ্গাইলের ভূঞাপুরের ভ্যানচালক মিনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মিনুর জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
মঙ্গলবার সকালে উপজেলার টেপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম অ্যাডভোকেট, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, মো. সোহেল, মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সুশীল সমাজের লোকজন।
রোববার ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্যে কালিহাতী উপজেলার সয়ারহাটে যান মিনু মিয়া। হাটের কিছু লোক তাকে ছেলেধরা সন্দেহ করে তাকে গণপিটুনি দেয়।
গুরুতর আহতাবস্থায় মিনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
মিনু মিয়া উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনু মৃত্যুবরণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।