
সেবা ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ বিষয়ক কনফারেন্সে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। খবর বাসসের
তিন দিনের দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরামের কনফারেন্সে ‘ইন্টার-পার্লামেন্টারি কো-অপারেশন:প্রিন্সিপলস, ট্রেন্ডস অ্যান্ড ইনস্টিটিউট’ বিষয়ক সেশনে বক্তৃতা করেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সন্ধ্যায় মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।