
সেবা ডেস্ক: সিলেটের কানাইঘাটে সোমবার বিকেল ৪টার দিকে কানাইঘাট থানা কার্যালয়ে বাজারের সেলুন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন ওসি মো. আবদুল আহাদ। ঐ বৈঠকে ওসি মো. আবদুল আহাদ ‘বখাটে স্টাইলে’ চুল-দাঁড়ি না কাটার জন্য সেলুন ব্যবসায়ীদেরকে নির্দেশ দেন। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটে স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন ওসি। সেই সঙ্গে বখাটে স্টাইলে চুল কাটার ফ্যাস্টুন সেলুন থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেন তিনি।
ওসি বলেন, এখন থেকে এসব কথা অবজ্ঞা করে বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, বখাটে স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবক তার কাছে অভিযোগ করেছেন। কারণ তারা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘোরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।
বৈঠক শেষে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ী সুমন চন্দ জানান, ওসির কথা তারা গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। এখন থেকে বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটা থেকে বিরত থাকবেন।
বৈঠকে ওসি, কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ীরা ছাড়াও থানার সেকেন্ড অফিসার এস আই স্বপন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।