
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না এতে সংবর্ধিত হন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এসময় তিনি-এসডিজি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দ্বায়ীত্বশীল হয়ে কাজ করার আহŸান জানান।
এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাজদা-ই-জান্নাত, জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল,প.প.মাঠ কর্মচারী সমিতির সা.সম্পাদক আসাদুল হক দুলাল,গোয়ালের চর ইউনিয়নের এসএসিএমও আলিনুর মতর্’জা,চর গোয়ালীনি ইউনিয়নের এফপিআই ইব্রাহীম খলিল,নোয়ারপাড়া ইউনিয়নের এফপিআই কামরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।