ঠাকুরগাঁওয়ে সড়কের সৌন্দর্য বর্ধনে স্বেচ্ছাসেবক লীগ

S M Ashraful Azom
0
Volunteer League to enhance the beauty of road in Thakurgaon
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি ও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁও শহরের চার লেন সড়কের ডিভাইডারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের ডিভাইডারে ৫শ ফলদ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাছ লাগানো হচ্ছে’ আপনারা এ গাছের যতœ নিবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। এ ভাবনা থেকে স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে। গাছ গুলো বড় হলে মানুষের নজর কাড়বে ও ঠাকুগাঁও শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে।

বৃক্ষরোপন কমূসচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: আলী আবরার, মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মানিক ঘোষ।

এছাড়াও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচি শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার জেলার পীরগঞ্জ উপজেলা ও পৌর কমিটির কাউন্সিলে অংশগ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top