মেলান্দহে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

S M Ashraful Azom
0
মেলান্দহে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে মালঞ্চ গোবিন্দগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মেলান্দহ পৌর এলাকার চাকদহ চরপাড়া গ্রামের আ: করিমের ছেলে মেহরাব হোসেন  খোকন (৩০), শামসুল হকের ছেলে সবুজ (৩২) এং হায়দার আলীর ছেলে লিটন (২৮)।

ওসি তদন্ত আব্দুল মজিদ জানিয়েছেন-গ্রেপ্তারকৃতরা চিনিতোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন (৩৫)’র সাথে আর্থিক লেনদেন ছাড়াও অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এই ক্ষোভে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা গোবিন্দগঞ্জ বাজারে পৌঁছলে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে রাম দা-চাইনিজ কুড়াল ছিটকে পড়ে। উপস্থিত জনতার ডাকচিৎকারে টহল পুলিশও এগিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে।

বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-এই ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন কিছুদিন আগে মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের বাহরাইন প্রবাসী শহিদুর রহমানের ৭/৮ বছরের ছেলেসহ  স্ত্রী রুনা বেগমকে নিয়ে উধাও হয়। ছেলেকে ফিরিয়ে দিতে ৬ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে। এ ঘটনায় জামালপুর কোর্টে অপহরণ মামলা দায়ের হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে।

 এ ছাড়াও অভিযুক্ত আল আমিন একাধিক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া জড়িয়ে সংসার ভেঙ্গেছে। এ ব্যাপারে আল আমিনের পিতা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ছেলের কর্মকান্ডে আমি নাখোশ। অনেক আগেই তাকে কোর্টের মাধ্যমে ত্যাজ্য করেছি। তার সাথে আমাদের সম্পর্ক নেই।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top