
জিন্নাত রেজনা শারমিন: আমাদের দেশে কি কোন অভিবাবক নাই? কি হচ্ছে এগুলো? দেশে এত এত জ্ঞানী, গুনি,বুদ্ধি জীবী,ব্যরিস্টার,মানবতা বাদি ইত্যাদি ইত্যাদি সবার কি কাজ ঘটনার পর শাস্তি দেওয়া, দুঃখ প্রকাশ করা?সমবেদনা?ঘৃণা প্রকাশ করা?ইত্যাদি ইত্যাদি বাণী পেশ করা? তাহলে কি সব মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে?দেশে কি কেউ নাই এগুলো থামানোর? মেয়েদের নিরাপত্তা নাই এটা প্রচলিত কথা। কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েরা কেন জানোয়ারের বাচ্চা গুলোর লালসার শিকার হচ্ছে?প্লীজ কেউ এগুলো বন্ধের ব্যবস্থা করুন।আর সহ্য হচ্ছেনা। ফুল আর শিশু তো একই কথা।আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন। দেশের প্রতিনিধিদের দৃষ্টি দেয়ার অনুরোধ করছি। আর যদি কিছু করতে না পারেন তাহলে প্রতি এলাকায় ফ্রি পতিতালয়ের ব্যবস্থা করেন। এ দেশে এটাই সহজ হবে। অন্তত কোমল মতি শিশুরা রক্ষা পাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।