গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

S M Ashraful Azom
0
গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সেবা ডেস্ক: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্র“তি দ্রুত বাস্তবায়ন’।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডাঃ ফারুক আলম নুর, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ¬ব, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু, মালিবাড়ি ইউনিয়নের এসএসিএমও মো. মনজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্য বিয়ে ও জনসংখ্যা প্রতিরোধ করতে হবে। মেধা সম্পন্ন জাতি গঠন করতে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম আন্তরিকতার সাথে বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, চরাঞ্চলের জীবন যাত্রার মান এখনও উন্নত হয়নি। সেখানে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম এখনও পিছিয়ে রয়েছে। অনুষ্ঠানে ৮ জন মাঠকর্মী ও ১০টি প্রতিষ্ঠানকে সাফল্যজনক কর্মকান্ডের জন্য পুরস্কৃত করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top