
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সাদুল্যাপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
গাইবান্ধা জেলা সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সনতোলা গ্রামে আজ ২৬ আগস্ট সোমবার সকালে সুপারি গাছ থেকে পড়ে নয়ন মিয়া (১৩) নামে এক কিশোর মারা গেছে। নিহত নয়ন মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সনতোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু জানান, সোমবার সকালে নয়ন নিজ বাড়ীতে সুপারি পাড়তে গাছে উঠে। এসময় হঠাৎ সুপারি গাছটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
অন্যদিকে উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে চন্দন চন্দ্র বর্মন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চন্দন চন্দ্র বর্মন গাইবান্ধা সদর উপজেলার মধ্য বারবলদিয়া গ্রামের সুধির চন্দ্র বর্মনের ছেলে। বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল পৌনে ১০টার দিকে নলডাঙ্গা স্টেশন অতিক্রম করছিল। এসময় ওই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে চন্দন চন্দ্র বর্মন ওই ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান। তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে নলডাঙ্গা রেলস্টেশনটি ক্লোজ ডাউন অবস্থায় থাকায় এখানে লালমনির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটিসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি দেয় না। এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক হত্যা মামলা দায়ের করা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।