সরিষাবাড়ীতে গৃহবধুকে গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ

S M Ashraful Azom
0
Accusation of burning housewife in hot water in mustard house
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর উপর গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ ওঠেছে। রোববার দিবাগত রাতে স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে রেলিব্রীজ গ্রামে ঘটনাটি ঘটে। আহত গৃহবধু সাথী আক্তারকে (২৬) সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করেছে।

জানাগেছে, শুয়াকৈর গ্রামের আবুল হোসেনের ছেলে রহমত আলীর সাথে ২০১২ সালে বড়বাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা রেলিব্রীজ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। দুইটি মেয়ে সন্তানের জন্ম হয়। রহমত আলী স্থানীয় ইউরিকা কিন্ডারগার্টেনে শিক্ষক। প্রাইভেট পড়ানোর সুবাদে এক ছাত্রীর সম্পর্ক গড়ে । একপর্যায়ে ১৭ এপ্রিল রহমত আলী ওই শিক্ষার্থীকে ভাগিয়ে নেয়।  এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী সাথী আক্তারের মামলায় স্বামী রহমত আলী গ্রেপ্তার হয়।

আহত সাথী আক্তারের বাবা নজরুল ইসলাম অভিযোগ এই মামলা প্রত্যাহারের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে আসছিল। এই জন্য ঘটনাটি ঘটিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মমতাজ উদ্দিন বলেন, গৃহবধুকে চিকিৎসা দেয়া হচ্ছে। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, বিষয়টি শুনে পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিমের সাথে কথা বলেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top