কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ২১ জেলায় দুদকের অভিযান

S M Ashraful Azom
0
ACC campaign in 28 districts on corruption charges
সেবা ডেস্ক: অতিদরিদ্রদের জন্য ‘কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগে সারাদেশের ২১ জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা অভিযোগের প্রেক্ষিতে ২১ টি সমন্বিত জেলা কার্যালয় হতে একযোগে (১৮ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস পরিদর্শন করে এবং কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রকল্পের অর্থ শ্রমিকদের যথানিয়মে বিতরণ করা হয়েছে কিনা এ তথ্যও সংগ্রহ করা হয়।

প্রনব আরো জানান, অভিযানে একাধিক স্থানে ঠিকমতো কাজ না করেই ভাতা উত্তোলন, কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে ভূয়া ভাউচার দিয়ে বেশি টাকা তোলা, ভাতা উত্তোলনের সইয়ে গরমিলসহ নানা ধরণের অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top