ভোলায় কারেন্ট জাল বিক্রি করায় ছয় ব্যবসায়ীর জেল

S M Ashraful Azom
0
Six traders jailed for selling the current fake in Bhola
সেবা ডেস্ক: গতকাল ১৮ আগষ্ট রবিবার ভোলা শহরের পদ্মা মার্কেটে কারেন্ট জাল বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
রোববার রাতে এ রায় দেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন।

দণ্ডিতরা হলেন- ফারুক স্টোরের মালিক মো. ফারুক, রুবেল ট্রেডাসের মালিক মো. রুবেল, মক্কা ট্রেডার্সের মালিক মো. গিয়াস উদ্দিন, নিঠুর ও রবীন্দ্র ট্রেডার্সের মালিক নিঠুর দাস ও রবীন্দ্র দাস ও রাব্বানী স্টোরের মালিক গোলাম রাব্বানী।

ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীর দোকান থেকে পাঁচ হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

তিনি আরো জানান, জাল উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গোলাম রব্বানীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকিদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top