ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে

S M Ashraful Azom
0
All types of dengue athletes will be provided assistance
সেবা ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হবে । কিন্তু দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ।

এরইমধ্যে বেশ কয়েকজন অ্যাথলেট ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিধন ও প্রতিকার নিয়ে গতকাল সোমবার মতবিনিময় সভার আয়োজন করে টনক নড়েছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের কি করণীয় এবং কি করতে পারি সেগুলো নিয়ে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি। ফেডারেশনগুলো যাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখে সেদিকে খেয়াল রাখতে বলেছি। ঢাকার বিভিন্ন এলাকা ভাগ করে দিচ্ছি। খেলোয়াড়-সংগঠকদের একসাথে কাজ করার নির্দেশনা দিয়েছি। ’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটরা যাতে বাসায় না যায় সেই নির্দেশ দিয়েছি। সরকারিভাবে তাদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তারা সবাই সুস্থভাবে ফিরে আসুক এটাই আমরা চাই। ’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top