গ্রেড-১ পেলেন সাতক্ষীরার মঈনুর রহমান চৌধুরী

S M Ashraful Azom
0
Mainur Rahman Chowdhury got grade-1
সেবা ডেস্ক:  বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরীকে গ্রেড-১ দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরীকে তার পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ এর নির্ধারিত পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

চলতি বছরের গত ৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পরে পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় মঈনুর রহমানকে।

মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top