বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: এমপি আবুল কালাম আজাদ

S M Ashraful Azom
0
Bangladesh Today Food Absolute MP Abul Kalam Azad
সেবা ডেস্ক: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ বিশ্বের কাছে।

৫ আগস্ট দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের না, তারা দেশের উন্নয়ন চায় না, তাই পদ্মা সেতুর নামে মিথ্যাচার, গুজব তুলে পদ্মা সেতুর নির্মাণ কাজ ব্যাহত করতে চায়। শত চেষ্টা করেও পদ্মা সেতুর কাজ ব্যাহত করা যাবে না। ইনশাআল্লাহ সেতুর কাজ প্রায়ই শেষ প্রান্তে। দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সামছুল হক, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী নেতা শফিউল হক মান্না, চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকা, চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ সালাম, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ আলী মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

পরে সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দের অর্থের টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে সোলার প্যানেল, ঐচ্ছিক তহবিল ও উপজেলা রাজস্ব তহবিল থেকে গরিব ও মেধাবীদের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top