
রফিকুল আলম, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যৌন হয়রানী, বাল্যবিয়ে, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও ডেঙ্গু প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যাদলয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, রাজশাহী ডিআইজি রেঞ্চ কার্যালয়ের কমিউনিটি পুলিশিং অফিসার এসআই আয়নাল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন।
সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, সোনাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, নান্দিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, সোনাহাটা আলহাজ্ব কিয়ামুতুল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সোনাহাটা ডিগ্রি কলেজের সহঅধ্যাপক সাইফুল ইসলাম, নান্দিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক কবির উদ্দিন, সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ্্ আল মুতি ও সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান।
সভায় বক্তারা বলেন যৌন হয়রানী, বাল্যবিয়ে, মাদক, নাশকতা, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ডেঙ্গু রোগ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে এবং জানমালের ক্ষতি সাধন করে। সমাজে আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরী করে। সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের করনীয় উল্লেখ করে বক্তারা বলেন, দেশপ্রেম থেকে এসব প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।