পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের পদোন্নতি দাবীতে আলোচনা

S M Ashraful Azom
0
Discussion on promotion plans for family planning field employees
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপ পরিচালক হলরুমে কর্মচারীদের গ্রেড পরিবর্তন ও পদোন্নতি দাবীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারী সভাপতি কায়সার আহমেদ। অন্যানের মধ্যে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সা.সম্পাদক আসাদুল হক দুলাল,বিভাগীয় কমিটির সহ সভাপতি নতিফুন্নাহার,সা.সম্পাদক জসিম উদ্দিন,সাবেক সা.সম্পাদক সুমন আতিকসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা,পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারীদের গ্রেড পরিবর্তন,পদোন্নতি, দাবী জানিয়ে বলেন- অধিদপ্তরের নিয়োগ বিধি না থাকার অজুহাতে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তৃতীয় শ্রেনীর  কর্মচারী হয়ে তারা চতূর্থ শ্রেনীর বেতন পান। কর্মচারীদের নিয়োগ বিধি ও পদোন্নতি হাল নাগাদ করার কথা থাকলেও নিয়োগ বিধি হাল নাগাদ না করেই নিয়োগ দেওয়া হচ্ছে। এফডাবিøওএ’রা সরকারী ঘোষনা মতে তৃতীয় শ্রেনীর কর্মচারী হয়েও চতূর্থ শ্রেনীর স্কেলে ১৭তম গ্রেডে বেতন পাচ্ছে। কর্মচারীরা এফপিআইদের ১১তম গ্রেড এবং এফডাবিও দের ১২তম গ্রেডে পদোন্নতি দেওয়ার দাবী জানান। নিয়োগ বিধি মতে বেতন না পাওয়ায় নজির বিহীন দাবী করে দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে কর্মচারীরা কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

এ সময় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী সভাপতি কায়সার আহমেদ ও জামালপুরের সা.সম্পাদক আসাদুল হক দুলাল বলেন-স্বাধীনতার ৪৭বছর পেরিয়ে গেলেও পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ বিধি হালনাগাদ হচ্ছেনা। আমরা তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসাবে যোগদান করলেও বেতন পাচ্ছি চতূর্থ শ্রেনীর। উদ্ধর্তন কতৃপক্ষের কাছে দাবীগুলো তুলে ধরেছি। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রনে সাফল্য অর্জন করেছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি পাচ্ছিনা। এ সময় কর্মচারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top