
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় নাবিল পরিবহন বাসের ধাক্কায় আজ ২৬ আগস্ট সোমবার সকালে হরিরাম সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। হরিরাম সরকার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কানজগাড়ী গ্রামের গোচরন সরকারের ছেলে।
পুলিশ জানায়, হরিরাম গোবিন্দগঞ্জে মাছ ক্রয়ের জন্য সাইকেল যোগে ফাঁসিতলা বাজার এলাকায় আসলে নাবিল পরিবহন নামে একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।