সোনার বাজারে বেড়েছে আবারও সোনার দাম

S M Ashraful Azom
0
Gold prices rose again in the gold market
সেবা ডেস্ক: বাংলাদেশের সোনার বাজারে সোনার দাম আবারো বেড়েছে। এতে ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা বা‌ড়ানো হয়েছে। এর ফলে চলতি আগস্ট মাসে টানা চারবার বাড়ল সোনার দাম।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সোনার এ নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে তা কার্যকর হবে।

জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত এক দশ‌কের মধ্যে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগে চলতি মাসের ৬, ৮ ও ১৯ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস।

বাজুস জানায়, বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনা ৫৫ হাজার ৬৯৫ এবং ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৫০ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতিতে সোনার দাম বে‌ড়ে হ‌য়ে‌ছে ৩০ হাজার ৩২৬ টাকা আর ২১ ক্যারেটের ভরিপ্রতি রুপার (ক্যাডমিয়াম) দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই রাখা হয়েছে।

এর আগে অর্থাৎ ২৬ আগস্ট পর্যন্ত দেশের সোনার বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪৯ হাজার ৫১৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৯ হাজার ১৬০ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার দাম ৯৩৩ টাকা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top