জামালপুরে শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগ

S M Ashraful Azom
0
Jamalpur students accused of feeding intoxicants
জামালপুর সংবাদদাতা : জামালপুরে নতুন কুঁড়ি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের কোমল পানীয়ের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠেছে। ইংরেজী শিক্ষক সারওয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাবার পর ৫ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিভাবক-এলাকাবাসি মিয়াপাড়ার ওই কোচিং সেন্টার ঘেরাও করে শিক্ষকের শাস্তির দাবি জানান।

অভিভাবকদের অভিযোগ, গত ১৫ দিন ধরে শিক্ষক সারওয়ার হোসেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কোমল পানীয়ের সাথে পাউডার জাতীয় মিশিয়ে খাইয়ে আসছে। এতে শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। শিক্ষার্থীরা ক্লাশে কোমল পানীয় নাআনলে মারধর করা হতো। ফলে উত্তেজিত ও উদ্বিগ্ন অভিভাবকরা কোচিং সেন্টার ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থী নবুয়াত আহমেদ বন্ধন, হামিম, আপন, জয়, ওয়ালিদ, রুহিদ স্বপ্নসহ অনেকেই বলেছে, সরওয়ার স্যার আমাদের প্রায়ই জোর করে কোমল পানীয়’র সাথে পাউডার মিশিয়ে খেতে দিতেন।
জামালপুর কোচিং সেন্টার এসোসিয়েশন এর সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক এম রফিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।

নতুন কুড়ি কোচিং সেন্টারের পরিচালক হাসান জামান কল্লোল জানান, কোচিং সেন্টারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গুজব ছড়ানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক সারওয়ার হোসেন এনার্জি ড্রিংস’র সাথে টেস্টি হজমি মিশিয়ে খাওয়ানোর কথা স্বীকার করেছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top