
সেবা ডেস্ক: সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব দিয়েছেন দলের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য। প্রস্তাবনায় যুক্তি দেখিয়ে তারা বলেছেন, বর্তমান চেয়ারম্যানের সঙ্গে পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ ও সম্পর্ক অনেক বেশি। তাই দলের গতিধারা অব্যাহত রাখতে হলে জিএম কাদেরকেই সংসদের বিরোধীদলীয় নেতা বানানো প্রয়োজন।
গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় এমন দাবি তুলেছেন শীর্ষ পর্যায়ের অর্ধডজন নেতা। বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার ওই যৌথসভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান জিএম কাদের। সেখানে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ ৩৫ জন প্রেসিডিয়াম ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম পালনের বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন নিয়ে যৌথসভার আয়োজন করা হয়। তবে আলোচনার এক পর্যায়ে জি এম কাদেরের উপস্থিতিতেই তাকে বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব ও তার পক্ষে যুক্তি তুলে ধরেন নেতারা। এর মধ্যে প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, জি এম কাদেররের সঙ্গে পার্টির তৃণমূলের সম্পর্ক অনেক বেশি। সে কারণেই তাকে বিরোধীদলের নেতা বানানো উচিত। আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ বলেন, পার্টির গতিধারা অব্যাহত রাখতে বর্তমান চেয়ারম্যানকেই বিরোধীদলের নেতা বানানো দরকার। নেতাকর্মীরাও চান তিনি যেন সে দায়িত্ব গ্রহণ করেন।
এমন প্রস্তাবের পক্ষে মতামত দিয়ে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, গঠনতন্ত্র মোতাবেক পার্টির চেয়ারম্যানকে সুপ্রিম পাওয়ার দেয়া আছে। যেহেতু দলে কোনো বিরোধ নেই- তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই বিরোধীদলের নেতা নির্ধারণ করা হবে। তবে জি এম কাদের পার্টি ঐক্যবদ্ধ আছে দাবি করে বলেছেন, বিরোধীদলের নেতা কে হবেন সে বিষয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। যেন পার্টিতে কোনো বিভেদ সৃষ্টি না হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সভায় উপস্থিত প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি ভোরের কাগজকে বলেন, বর্তমান চেয়ারম্যানকে বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব দিয়েছেন বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য। সংসদের আগামী অধিবেশনের আগেই সংসদীয় কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হবে।
এদিকে, যৌথসভায় এরশাদের চেহলাম পালনে দলীয় ফান্ডে প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের প্রত্যেকে এক লাখ টাকা করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।