
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ঠুটিয়াপাকুরে লিচু বাগানের পার্শ্বে ঝালিঙ্গি গ্রামের আব্দুল জোব্বার নামের নিখোজ একজন ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,নিহত আব্দুল জোব্বার (৪৫) পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মৃত নাছিম উদ্দিন গাছুর ছেলে।
সে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ বাড়ী হতে ভ্যান নিয়ে বের হলে পরে সে নিখোঁজ হয়।পরে পরিবারের পক্ষ হতে অনেক খোজাখোজির পর আজ ১৭ আগস্ট শনিবার ঠুটিয়াপাকুর নামক স্থানে লিচু বাগানের মাঝে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলো থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের দেখা যায় মরদেহটি নিখোঁজ ভ্যান চালক আব্দুল জোব্বারের লাশ। তবে ভ্যানটি সন্ধান পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করে চালক কে হত্যা করে মরদেহ ফেলে গেছে ছিনতাইকারী চক্র।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।