মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৯’র খসড়া অনুমোদন

S M Ashraful Azom
0
Mongla Port Authority approves draft of Act-20
সেবা ডেস্ক: গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পরে দুপুর আড়াইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এদিকে, চাঁদপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০১৯’  এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিব বলেন, বাংলাদেশের অনান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদলে এ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে।

অন্যদিকে বৈঠকে সরকারি মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের বেসরকারি কোম্পানি সেনজেন স্টার ইনস্ট্রামেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এ কোম্পানি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও বৈদ্যুতিক প্রিপেইড মিটার তৈরি করবে। এসব সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top