অন্যরকম এক ফুটবল নিয়ে হাজির অজয়

S M Ashraful Azom
0
Ajay appeared on one football with another
সেবা ডেস্ক: ব্যতিক্রম ধর্মী এক সিনেমা পোস্টার নিয়ে হাজির হলেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগন। সোমবার দুপুরে তার অভিনীত নতুন ছবি ‘ময়দান’ এর প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। আর এই পোস্টারটি নিজেই টুইট করেছেন অজয়।

ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ।

পোস্টারে দেখা যাচ্ছে, শুধু একটা গোলকের ছবি। যেটা দেখতে একটি ফুটবলের মতো। অজয় পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ দি গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান ফুটবল ১৯৫২-১৯৬২’।

জানা গেছে, অমিত শর্মা পরিচালিত এই ছবিতে ভারতীয় ফুটবলের পুরোনো দিনের গল্প তুল ধরা হচ্ছে। সে সময়ে ভারতের ফুটবল টিমে কোচ ও ম্যানেজার ছিলেন এস এ রহিম।।

সৈয়দ আবদুল রহিমকেই আধুনিক ভারতীয় ফুটবলের স্রষ্টা মনে করা হয়। তার নেতৃত্বেই ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ভারতীয় দল। বনি কাপুর, আকাশ চাওলা এবং অরুণাভ জয় সেনগুপ্ত প্রযোজিত ‘ময়দান’ ছবি মুক্তি পাবে ২০২০ সালে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top