
ঠাকুরগাঁও প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের মারধরে সিরাজুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার(১৯ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম কাজিপাড়া গ্রামের মৃত কাটু মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় জানান, কাজিপাড়া গ্রামের মৃত সিরাজুলের নাতি সাগর ও একই গ্রামের মনিরের ছেলে সাঈদুলসহ আরো বেশ কয়েকজন তরুণ স্থানীয় একটি মাঠে ফুটবল খেলছিল। খেলাকে কেন্দ্র করে সাগর ও সাঈদুলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারপিট শুরু হয়। সাগরের নানা সিরাজুল মারপিট থামাতে গেলে সাঈদুলসহ আরো বেশ কয়েকজন তাকে উল্টো এলোপাতাড়ি মারপিট করলে সিরাজুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ফুটবল খেলাকে কেন্দ্র করে সিরাজুল ইসলামের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান , মারপিট করা সাঈদুল ও তার সহযোগীদের ধরতে পুলিশ কাজ করছে। মৃত সিরাজুলের লাশ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।