
সেবা ডেস্ক: মানুষের চুল যে শুধু বয়সের জন্য পাকে তা কিন্তু সঠিক নয়। অসময়ে চুল পাকা যেকোনো মানুষের হতে পারে। একবার চুল পেকে গেলে তার থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে পড়ে। আর চুল পাকলে যে সমস্যা সবচেয়ে বেশি হয় তা হলো, বয়স যা তার চেয়ে অনেক বেশি দেখানো।
নারী ও পুরুষ সবারই এ সমস্যা হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে বাজারে চুল রং করতে যেসব উপাদান পাওয়া যায় যেসব রংয়ের রাসায়নিকের প্রভাবে চুলের আরো ক্ষতি হয়। কিন্তু জানেন কি? আপনার এই চুল পাকার সমাধান রয়েছে রান্না ঘরেই। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই। চলুন তবে জেনে নেয়া যাক উপায়টি-
মেথি ও নারকেল তেলের মিশ্রণ
এক মুঠো মেথি গরম নারকেল তেলে বা আমন্ড অয়েলে ১৫ মিনিট ধরে ফোটান। এবার সেই তেল ছেঁকে নিন। গরম তেল একটু ঠাণ্ডা হলে চুলের গোড়ায় মালিশ করুন। ভালো ফল পেতে চুলে তেল মেখেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে শ্যাম্পু করে নিন।
কিন্তু যাদের ত্বক তৈলাক্ত বা তেল মাখলেই মুখে র্যাশ বের হয়, তারা তেলটা দু’ঘণ্টা রেখেই শ্যাম্পু করে নিন। ঘরোয়া উপায়ের পাশাপাশি পাকা চুলের সমস্যা থেকে বাঁচতে ভেতর থেকে সুস্থ থাকা জরুরি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।