
সেবা ডেস্ক: নরসিংদীর মাধবদীতে ভ্যাট দেওয়ার ভয়ে দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা। রোববার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত তারা দোকান বন্ধ করে রাখেন।
ব্যবসায়ীরা জানায়, রোববার বিকেলে ভ্যাট কর্মকর্তাদের একটি গাড়ি মাধবদী বাজারে প্রবেশ করে। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
এদিকে সোমবার সকালে আবারো ভ্যাট কর্মকর্তারা বাজারে প্রবেশ করেছে এমন খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে ফেলে।
খবর পেয়ে বাজারে আসেন মাধবদী বাজারে নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও মাধবদী বাজার বনিক সমিতির সেক্রেটারি আনোয়ার হোসেন। তারা ব্যবসায়ীদের ভ্যাট কর্মকর্তারা কোনো প্রকার হয়রানি করবে না এমন আশ্বাস দিলে পুনরায় দোকান খুলে ব্যবসায়ীরা।
নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, সব ব্যবসায়ীকে ভ্যাট দিতে হবে। তবে ভ্যাট কর্মর্কতাদের নিয়মের মধ্যে থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় করতে হবে। ভ্যাট কর্মর্কতাদের সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধান করবো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।