বাড়তি ভাড়া নেয়ায় বাস মালিকসহ তিনজন জেলে

S M Ashraful Azom
0
Three people including the owner of the bus to hire additional prison
সেবা ডেস্ক: আজ রোববার বিকেলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও লাঞ্ছিতের দায়ে বাস মালিকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

 মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- পদ্মা লাইন পরিবহনের মালিক ফরিদ আহমেদ, সেলফি পরিবহনের চালক সবুজ হোসেন ও হেলপার হাবিল মিয়া।

মো. জাকির হোসেন বলেন, বাড়তি ভাড়া ও যাত্রী লাঞ্ছিত করার দায়ে ফরিদ আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বাড়তি ভাড়া আদায় ও দ্রুত গতিতে বাস চালানোর দায়ে সেলফি পরিবহনের চালক সবুজ ও হেলপার হাবিলকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরো জানান, ঢাকামুখী আটটি বাস থেকে ২৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া ১৫টি বাস থেকে বাড়তি ভাড়া হিসেবে নেয়া ৩৭ হাজার ৫০০ টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়। ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী হয়রানি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top