
সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ২জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, জামালপুর পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম ও পিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক এর দিক নির্দেশনায় সরিষাবাড়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জোয়াহের হোসেন খান এর তত্ত্বাবধানে এসআই আরিফুল ইসলাম এবং এসআই মোঃ মাসুদ রানা সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কান্দারপাড়া গ্রামের মৃত তৈয়ব মন্ডলের ছেলে মোঃ আফজাল হোসেন ও বলারদিয়ার গ্রামের মো. আইন উদ্দিনের ছেলে মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করেন।
পরবর্তীতে আসামীদ্বয়কে বিধি মোতাবেক আজ ২৭ আগষ্ট মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।