
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বাস ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে হেদায়েতুল ইসলাম হেদা (৪০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে।
২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার দেবোত্তর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেদায়েতুল ইসলাম এ ঘটনার পার্শ্ববর্তী এলাকা মালঝি ইউনিয়নের দক্ষিণ হাসলীগাও গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এ বাসটি দেবোত্তর এলাকায় এলে অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় হেদায়েতুল ইসলাম হেদা। তিনি এক আইনজীবির সহকারি হিসেবে কাজ করেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় ওই ইজিবাইকের আরো আমির হোসেন ও গোলাম মোস্তুফাসহ তিন যাত্রী গুরতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঝিনাইগাতী থানা সূত্র জানান, এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।