
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা বাজার বণিক সমিতির ২২ তম বার্ষিক সাধারণ সভা আজ ৩০ অক্টোবর বুধবার সকালে সাঘাটা আধুনিক ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি সেলিম আহম্মেদ তুলিপের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক আশেকুর রহমান শেকুল,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপদেষ্টা গৌতম কুমার চন্দ,সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম,কোষাধাক্ষ্য কাজী আশরাফ উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীল,ফেরদৌস প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশেকুর রহমান।
সমিতির বার্ষিক আয়-ব্যয় তুলে ধরার পাশাপাশি বক্তারা সাঘাটা উপজেলা প্রশাসনিক অফিস আদালসহ সকল স্থাপনা সাঘাটায় ফিরিয়ে দেয়ার দাবি তুলে ধরেন। এর আগে সকাল ১০ টায় বণিক সমিতি সাঘাটা বাজার থেকে বর্ণাঢ্য র্যালী বের করে বাজার প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন,বিগত সময়ে আন্দোলন করে নদী ভাঙ্গন রোধে ভূমিকা রাখা হয়।
এ জন্য যমুনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সিসি বল্ক দিয়ে ভাঙ্গন রোধে কাজ হয়েছে। আন্দোলন করে সাঘাটায় আরেকটি উপজেলা করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।