
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় উত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তার মা-বাবাকে মারপিটের অভিযোগে ২ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে আসলাম হোসেন (১৯) ও তার সহযোগী একই গ্রামের কছের আলীর ছেলে রনি মিয়া (২০)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া গ্রামের আদর্শ কৃষক মুকুল হোসেন সেখের মেয়ে বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বখাটে আসলাম হোসেন দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত বখাটের প্রেমে সাড়া দেয়নি কলেজছাত্রী।
এ অবস্থায় বাড়ির বের হলেই মেয়েটিকে উত্যক্ত করে আসলাম। আসলামের বখাটেপনায় অতিষ্টি হয়ে মেয়ের বাবা সোমবার বিকেলের দিকে এ বিষয়ে বখাটের বাবার নিকট বিচার প্রার্থী হন। এতে মেয়ের প্রতি ক্ষুদ্ধ হয়ে ওঠে বখাটে আসলাম। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে মেয়ের বাড়িতে হামলা চালায় আসলাম ও তার সহযোগী রনি মিয়া। ভাংচুরে বাধা দিলে মেয়ের বাবা ও মাকে মারপিট করে আসলাম ও তার সহযোগী।
এ সময় তাদের চিৎকারে গ্রামবাসি ঘটনাস্থলে পৌছে আসলাম ও তার সহযোগী রনিকে আটক করে। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা মুকুল হোসেন সেখ বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসলাম হোসেন ও তার সহযোগী রনি মিয়াকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে আসলাম হোসেন বলেন, বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলাম। কিন্ত বিয়েতে রাজী না হয়ে আমাকে ও আমার বন্ধুকে মারপিট করে থানায় সোপর্দ করেছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আসলাম ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।