
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী, রাজাকার ও বির্তকিত ব্যাক্তিরা মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবেন না। যদি এধরণের কোন অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই মুক্তিযোদ্বাদের তালিকা তৈরী করে ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে।
১৩ অক্টোবর রোববার বিকালে ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণির আদর্শে গড়া যুবলীগ চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষে সারাদেশে ১৪০০০ মুক্তিযোদ্ধদের পাকা ঘরবাড়ি নির্মান করে দেওয়া হবে বলে জানান।
ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপত্বিতে সমাবেশে অন্যান্যের মধ্যে তথ্য প্রতি মন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোজায়েত আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও এএসপি সুমন মিয়া প্রমুখ।
মন্ত্রী এর আগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।