
সেবা ডেস্ক: নারীদের প্রয়োজনীয় অন্তর্বাস বক্ষবন্ধনী। ইংরেজিতে যাকে বলে ব্রেসিয়ার, সংক্ষেপে ব্রা। অনেক সময় নারীকে হয়তো বাধ্য হয়েই এই অন্তর্বাস পরতে হয়। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে বক্ষবন্ধনীর ক্ষতিকর দিক সবাই অনুধাবন করতে পেরেছেন। বিজ্ঞান বলছে এই অন্তর্বাস স্তন ক্যানসারের কারণ হতে পারে। তাই নারীদের বক্ষবন্ধনী পরতে অনুৎসাহী করতে বছরের একদিন পালিত হচ্ছে ‘নো ব্রা ডে’ হিসেবে।
সচেতনতামূলক এই উদ্যোগ শুরু হয় ২০১১ সালে। প্রথম দিকে ৯ জুলাই পালন হতো। পরবর্তী সময়ে দিনটি পরিবর্তন করা হয়। প্রতি বছর ১৩ অক্টোবর ‘নো ব্রা ডে’ হিসেবে পালিত হচ্ছে। কারণ ব্রেস্ট ক্যানসার সচেতনতার মাস অক্টোবর। দিবসের শুরু কানাডার প্লাস্টিক সার্জন ডা. মিশেল ব্রাউনের মাধ্যমে। ব্রা (ব্রেস্ট রিকনস্ট্রাকশন অ্যাওয়ারনেস) ডে’র মাধ্যমে তিনি স্তনচিকিৎসা বিষয়ে নারীদের বিভিন্ন ধারণা দেন। এরপর ২০১৪ সালে বিশ্বের ৩০টি দেশে ব্রা ডে পালন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেই দিবসটি পালনের উপর জোর দেয়া হয়। হ্যাশ ট্যাগ ‘নো ব্রা ডে’ লিখে সবার মাঝে এই দিবস সম্পর্কে অবগত করা হয়। হলিউডের কয়েকজন তারকা রয়েছেন যারা বক্ষবন্ধনীতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
যেমন-
কিম কারদাশিয়ান:
বহুল আলোচিত মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার পরনে থাকে জমকালো পোশাক। তবে বক্ষবন্ধনী এড়িয়ে চলেন তিনি- কথাটি তিনি নিজেই বলেছেন বিভিন্ন গণমাধ্যমে।জেনিফার লরেন্স:
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। বিভিন্ন অ্যাওয়ার্ড কিংবা অনুষ্ঠানে নজরকাড়া পোশাক পরেন। তবে খুব কম সময় বক্ষবন্ধনী পরেন তিনি।কাইলি জেনার:
নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন জনপ্রিয় মডেল ও টিভি ব্যক্তিত্ব কাইলি জেনার। তার মধ্যে একটি অন্তর্বাস না পরা। গুঞ্জন শোনা যায়- স্তনে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কাইলি। এ কারণেই বক্ষবন্ধনী এড়িয়ে চলেন।রিয়ান্না:
পপ গায়িকা রিয়ান্না। তার ব্রা না পরার বিষয়টি সবার জানা। এমনকি কালে ভদ্রে যদি পরেনও, এতে সবাই অবাক হন।সেলেনা গোমেজ:
ডিজনির শিশু তারকা হিসেবে জনপ্রিয়তা পান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। তাকেও খুব একটা অন্তর্বাস পরতে দেখা যায় না।কেনদাল জেনার:
কাইলি জেনারের বড় বোন কেনদাল। এই মডেল জানিয়েছেন, নিজের স্তন নিয়ে সন্তুষ্ট। বলার অপেক্ষা রাখে না অন্তর্বাস পরতে মোটেও পছন্দ করেন না তিনি।নিকি মিনাজ:
র্যাপার ও পপ গায়িকা নিকি মিনাজ। বেশিরভাগ সময় বক্ষবন্ধনী এড়িয়ে চলেন তিনি। তবে এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খোলেননি তিনি।-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।