
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীতে স্কুল ছাত্রী মমতাজ বেগম জিম্মি (১৪), হত্যাকারিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ চরশৌলমারী এলাকাবাসি।
৩০ অক্টোবর (বুধবার) বেলা ১১ টার দিকে চরশৌলমারী উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে বাজারের পাকা রাস্তায় এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাসদ নেতা আব্দুল খালেক, চর শৌলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চর শৌলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, কমরেড শফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তির জোর দাবী জানান।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর (বুধবার) পাখিউড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ফেরার পথে মমতাজ বেগম জিম্মি নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষে জিম্মির মামা সিরাজুল ইসলাম বাবু ১৮ অক্টোবর রৌমারী থানায় একটি সাধারন ডাইরী করেন।
১৯ অক্টোবর (শনিবার) রাত ৮টার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খাউরিয়ার সুখেরচর নামক স্থানে কাঁশবনের ভিতর থেকে জিম্মির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরন করা হয়। নিহত শিক্ষার্থী রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চরঘুঘুমারি গ্রামের শাহ আলম মোল্লার মেয়ে মমতাজ আকতার জিম্মি (১৪)। সে পাখিউড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।