
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ বাজারে আজ বুধবার ৩৮ কেজি ওজনের বাঘাইর মাছ বিক্রি হতে দেখে হাটুরেদের ভিড় জমেছে।
মাছটি যমুনা নদীতে জেলেদের হাতে ধরা পড়ার পর দেওয়ানগঞ্জের ফুটানি বাজারে বিক্রির জন্য তোলা হয়। মেলান্দহ বাজারের মৎস্য ব্যবসায়ী চাঁন মিয়া জানান-১০-১২ জনের একটি জেলের দল যমুনা নদীতে জাল ফেলে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়েছে।
সকাল ১০টার দিকে ফুটানি বাজার থেকে মাছ কিনেছি। কত টাকায় মাছটি কেনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন-এটি আমার ব্যবসায়ীর গোপন বিষয়। তবে খোলা বাজারে কেজি হিসেবে ৭শ’ টাকায় বিক্রি করছেন।
খবর পেয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একদল গবেষক শিক্ষার্থীরাও মেলান্দহ বাজারে মাছটি দেখার জন্য আসেন। তাদের মধ্যে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিপন কুমার সানা ও মুনতাসির মাহমুদ জানান- বাঘাইড়টি সিলুরিফর্মিজ বর্গের সিসোরিডি গোত্রের মাছ। মাছটি রাক্ষুসে ও পেটুক গোত্রীয়৷ বাঘারিয়াস বাঘারিয়াস বৈজ্ঞানিক নামের এই প্রজাতি মাছটি বাংলাদেশে মহাবিপন্ন প্রায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।