ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে ভারত

S M Ashraful Azom
0
ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে ভারত
সেবা ডেস্ক: ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে প্রতিবেশি দেশ ভারত। এতে পদ্মা নদীতে দ্রুত পানি বেড়ে রাজশাহী অঞ্চলের নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেছেন, বর্ষায় ফারাক্কার প্রায় সব গেট খোলা থাকে। এ সময় কখনো ৮০ আবার কখনো ৯০টি গেট খুলে দেয়া হয়। সেটি নির্ভর করে বৃষ্টি ও বন্যার ওপর। ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় গঙ্গার পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে। ফলে রাজশাহীতে পদ্মায় পানিপ্রবাহ বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) শাহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। ধারণা করা হচ্ছে আরো কিছু গেট খুলে দেয়া হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতেও পদ্মার পানি বাড়ছে।

তিনি আরো বলেন, বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮ সেন্টিমিটারে। দুই দিনের মধ্যে বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রম করতে পারে।

এদিকে ভারতের জি২৪ ঘণ্টা বলছে, উত্তর প্রদেশ ও বিহারে কয়েক দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে উপচে পড়ছে পানি। এ কারণেই ফারাক্কা বাঁধের সব গেট একসঙ্গে খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top