
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝঁকি হ্রাস করি” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর রোববার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। এ সময় র্যালিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী স্টেশন অফিসার নাসির উদ্দিন, ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির ব্যবস্থাপক রফিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মোখলেসুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।