
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামপুরে নিজ জমিতে বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ায় স্থানীয় দুই প্রভাবশালী লুৎফর রহমান ও আতিকুর রহমান লুইসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হিন্দু সম্প্রদায়ের এক সংখ্যালঘূ পরিবার।
বুধবার দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিতুষ চন্দ্র সেন অভিযোগ করেন, তার দুই পাশে প্রভাবশালী লুৎফর রহমান ও আতিকুর রহমান লুইস দু’টি বহুতল ভবন নির্মাণ করেছে। বর্তমানে আমি পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে তারা নানা ভাবে বাধাঁ দিচ্ছে। এতে আমার পরিবার পরিজন হয়রানির স্বীকার হয়ে দিনাতিপাত করছি। এব্যাপারে লুৎফর রহমান বলেন, পরিতুষ বাবু আমার বিল্ডিং ও সীমানা প্রাচীর ঘেঁষে বাড়ি করতে ছিলো। তাই মামলা করেছি।
আতিকুর রহমান লুইসের বলেন পৌর কোড না মেনে আমার সিমানা প্রাচীর ঘেষে বাড়ি নির্মান করায় আমি আদালতের সরনাপন্ন হয়েছি। আদালতের মাধ্যমে ইতিমধ্যে আমি দুইবার রায় পেয়েছি। আদালত সে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।