
জামালপুর সংবাদদাতা: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন বিতর্কিত কোন মুক্তিযোদ্ধার নাম তালিকায় থাকবে না। কোন অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে।
রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি আরো বলেন, আগামী বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানো হবে। মুক্তিযোদ্ধাদের সু-চিকিৎসার জন্য সরকারী হাসপাতাল গুলোতে টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
এছাড়াও মুজিবর্ষ উৎযাপন উপলক্ষ্যে প্রতি মুক্তিযোদ্ধাকে ২০হাজার টাকা ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হবে।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.এস.এম জামান আব্দুন নাছের বাবুলসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ:ছালাম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।