পেঁয়াজের দাম কমে ৬০-৭০ টাকা হবে, বললেন বাণিজ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
পেঁয়াজের দাম কমে ৬০-৭০ টাকা হবে, বললেন বাণিজ্যমন্ত্রী
সেবা ডেস্ক: আগামী দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন,  পেঁয়াজের দাম বর্তমান অবস্থা থেকে কমে ৬০-৭০ টাকা হবে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকার পরও ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে। এর মধ্যেই মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিকটন পেঁয়াজ দেশে ঢুকেছে। আরো এ পরিমাণ পেঁয়াজ শিগগিরই দেশে ঢুকবে। এই আমদানির সর্বোচ্চ খরচ পড়বে কেজি প্রতি ৪৩ টাকা, যা ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয় হবে সর্বোচ্চ ৭০ টাকায়।

তিনি আরো বলেন, যেসব অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১০ জন যুগ্ম সচিবের নেতৃত্বে ১০টি টিম এর মধ্যে কাজ শুরু করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top