এবার বিপিএল আসরে থাকবে বিশ্বমানের প্রযুক্তি

S M Ashraful Azom
0
এবার বিপিএল আসরে থাকবে বিশ্বমানের প্রযুক্তি
সেবা ডেস্ক: আবারো শুরু হচ্ছে বিপিএল দামামা। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে বসতে যাচ্ছে এবারের বিপিএস আসর।

বিপিএলের এই আসরে থাকছেনা কোন ফ্রাঞ্চাইজি। এবারের বিপিএলের নামেও আসছে পরিবর্তন।

এবারের বিপিএল এর নাম হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।

আসরের সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বিসিবির নিজস্ব তত্ত্বাবধায়নে হবে এবার বিপিএলের আসর। আর এই আসরের শুরু থেকেই থাকবে সম্প্রচার সহ ক্রিকেটের সব ধরণের প্রযুক্তির সমাহার।

এবারের আসরে থাকছে মোট ৩০-৩৬টি ক্যামেরা।

অত্যাধুনিক অন্যসব প্রযুক্তির মধ্যে যা থাকছে…

* সকল ম্যাচের জন্য থাকছে, আল্ট্রা এজের সঙ্গে ডিআরএস।

* সকল ম্যাচের জন্য থাকছে, বল ট্র্যাকিং এর সঙ্গে ডিআরএস।

* আল্ট্রা মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেজুলেশনের।

* সুপার স্লো মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেসুলেশনের।

* আম্পায়ার ক্যামেরা- ২ টি হেড ক্যামেরা।

* রোবটিক ক্যামেরা- ২ টি প্লেয়ারদের ডাগআউটের জন্য।

* রেডিও ফ্রিকুয়েন্সি ক্যামেরা (আরএফ)- ১ টি।

* স্পাইডার ক্যামেরা- ১ টি।

* স্টাম্প ক্যামেরা- দুই দিকে (ব্যাটসম্যান ও উইকেটরক্ষক)।

* জিং/ এলইডি স্টাম্প ও বেল- সকল ম্যাচের জন্য।

* এছাড়া থাকবে জিব ক্যামেরা, ড্রোন ক্যামেরা, বিশ্বমানের টেলিভিশন লাইভ গ্রাফিক্স ও নামীদামী ক্রিকেট ধারাভাষ্যকার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top